ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট (ইউএলএফ) সুপ্রীম কোর্ট ইউনিট আহ্বায়ক কমিটির সদস্য পদ পেয়েছেন অ্যাডভোকেট সামছুন নূর বাধঁন।
সোমবার (৭ আগস্ট) ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট (ইউএলএফ) সুপ্রীম কোর্ট ইউনিট ১৮৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আর এ কমিটিতে রাখা হয়েছে নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ অ্যাডভোকেট আবুল কালাম এর কন্যা সামছুন নূর বাধঁনকে।
আইনের শাসন, গণতন্ত্র, বিচার বিভাগের স্বাধীনতা, লুণ্ঠিত ভোটাধিকার ফেরানো, সার্বজনীন মানবাধিকার প্রতিষ্ঠা এবং আইনজীবীদের মর্যাদা রক্ষায় কাজ করার আশা ব্যক্ত করেন অ্যাডভোকেট সামছুন নূর বাধন।
ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট (ইউএলএফ) সুপ্রীম কোর্ট ইউনিট ১৮৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটিতে একজন আহ্বায়ক ও দুইজনকে যুগ্ম আহ্বায়ক ও ১৮২ জনকে সদস্য রাখা হয়েছে।