নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ডা. আবু জাফর বিরু বলেছেন, আজকের এই বাংলাদেশকে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে রুপান্তর করেছে শেখ হাসিনা ।বাংলাদেশকে এগিয়ে নিতে তিনি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন সব সময়।
রোববার (৮ আগষ্ট) বিকেলে শহরের ২ নং রেলগেট এলাকায় জেলা ও মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন তিনি।
তিনি বলেন, জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্ত হচ্ছে। বাংলাদেশকে কীভাবে পিছিয়ে দেয়া যায় সেই পাঁয়তারা চলছে। শুধুমাত্র শেখ হাসিনার নেতৃত্বে সকল চক্রান্ত নস্যাৎ করে আবারও যেন এ সরকার প্রতিষ্ঠিত হয় সেজন্য আমরা কাজ করবো। আমরা তার সাথে আছি আমরা থাকবো।
তিনি আরও বলেন, বঙ্গমাতা জাতির পিতার পাশে থেকে সর্বক্ষণ তার সহযোগিতা করেছেন। আমরা আজ তার রুহের মাগফিরাত কামনা করি। জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চাই আল্লাহ যেন তাকে আরও লম্বা হায়াত দান করেন।