হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ আগষ্ট) বিকেলে ফিরে দেখা ৭৫ সংগঠনের উদ্যোগে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সংগঠনের আহ্বায়ক এস.এম পারভেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা।
এসময় তিনি বলেন, জিয়াউর রহমান পর্দার অন্তরাল থেকে বঙ্গবন্ধুকে হত্যা করেনি। জিয়া-মোস্তাক ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধুকে হত্যা করে। সরকারের কাছে আমাদের দাবী, তাদের মরণোত্তর বিচার করা হোক। যারা ভাবছেন এখন আন্দোলন সংগ্রামে গেলে সমস্যা হবে তাদের বলবো, আমরাও সংগ্রাম করেছি। এখন বয়স হয়ে গেছে কিন্তু আন্দোলন সংগ্রাম থেকে পিছিয়ে নেই, রাজপথে আছি। কোন লোভ-লালসার জন্য রাজনীতি করিনা। তারা হুট করে শহীদ মিনারে চলে আসে। আমার নেত্রীর নামে, দলের নামে অশালীন মন্তব্য করে। ওদের জীব কেটে শীতলক্ষ্যায় ফেলে দিবেন। মিছিল, সমাবেশের নামে কোন বিশৃঙ্খলার সৃষ্টি করবেন না। আসুন ঐক্যবদ্ধ হই, তাদেরকে কোন ছাড় দেওয়া হবেনা।
এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল হোসেন, যুগ্ম সম্পাদক জিএম আরমান, সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা, এড. বিদ্যুৎ কুমার সাহা প্রমুখ।