বিশেষ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলা কাউন্টার টেরোরিজম ইউনিট এর বিশেষ অভিযানে ২৫০ (দুইশত পঞ্চাশ) কেজি গাঁজা, ২০০০ (দুই হাজার) পিস ইয়াবা ও ৪০০ (চারশত) পুরিয়া হিরোইন উদ্ধারসহ ০৫ (পাঁচ) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
বুধবার ১৬/০৮/২০২৩ ইং তারিখ কাউন্টার টেরোরিজম ইউনিট, নারায়নগঞ্জের একটি অভিযানিক দল ফতুল্লা মডেল থানাধীন পাগলা পশ্চিম পাড়া (জেলেপাড়া) সাকিনস্থ আসামী ইমরান রহমান মিঠুন(৩২) এর ভাড়া দেওয়া বসত বাড়ি হতে আসামী ১।খালিদ হাসান রবিন(৩৪), ২। মোঃ আকাশ (৩০), ৩। ইমরান রহমান মিঠুন (৩২), ৪। মোঃ আক্তার হোসেন ওরফে আবির (৩৪), ৫। মোঃ কাউসার (২৩) দেরকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে ২৫০ (দুইশত পঞ্চাশ) কেজি গাঁজা, ২০০০ (দুই হাজার) পিস ইয়াবা ও ৪০০ (চারশত) পুরিয়া হিরোইন উদ্ধার করা হয়। গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।