নিজস্ব প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফতুল্লা স্বেচ্ছাসেবকলীগ নেতা শহীদুল হক প্রমিত ও রনি আহমেদ এর আয়োজনে দোয়া ও নেওয়াজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে লামাপাড়া বিশ্ব রোড সংলগ্ন শিবু মার্কেট এলাকায় এ মিলাদ নেওয়াজ বিতরণের আয়োজন করা হয়।
ফতুল্লা থানা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি কাজী মোঃ মাসছুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন, ফতুল্লা থানা আওয়ামীলীগের সহ- সভাপতি মোস্তফা কামাল, বিশিষ্ট সমাজ সেবক হাজী বাবুল মিয়া, হেনা মিয়া।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
দোয়া শেষে গরীব অসহায় দুস্থ মানুষের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।