1. sajujournalist123@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
  2. admin@ganomaddhom.com : nvl5d :
  3. salemo1834949@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
নবীগঞ্জে সিটি টোলের নামে পার্কিং রিশকা থেকে চলছে রানার ওপেন চাঁদাবাজি! - নারায়ণগঞ্জ আপডেট
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা অবশ্যই পূরণ করতে হবে এটা আমাদের অঙ্গীকার : নাহিদ নারায়ণগঞ্জে সংস্কারের পর নির্বাচনের দাবিতে মার্চ ফর ড. ইউনূস কর্মসূচি পালিত গাজায় ইসরাইলী গনহত্যায় ফিলিস্তিনি শহীদদের স্বরনে বন্দরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত কর্মী ছাড়া নেতাদের দুই পয়সা মূল্য নেই : ফরিদ সিদ্ধিরগঞ্জে একটি ঝুটের গোডাউন ও দুটি দোকানে আগুন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলেন বাংলাদেশ মায়ের পিস্তল নিয়ে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে সন্তানের হামলা, নিহত ২ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১০০ একরের বেশি জমিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস ইইউ ঘোষিত ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা দখলের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে জার্মানি

নবীগঞ্জে সিটি টোলের নামে পার্কিং রিশকা থেকে চলছে রানার ওপেন চাঁদাবাজি!

নারায়ণগঞ্জ আপডেট
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ২৯৫ Time View

নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ডস্থ নবীগঞ্জ ঘাটে রিশকা পার্কিং টোলকে পুঁজি করে সর্বত্রই ওপেন চাঁদাবাজি চলছে বলে অভিযোগ রয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইজারাদার রানার বিরুদ্ধে। এখানকার স্থানীয় পুলিশ ও সিটি কর্পোরেশনের একটি প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে নবীগঞ্জ সড়কে এসব চাঁদাবাজি চলছে বলে জানান ভুক্তভোগী রিশকা চালকরা।

জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে পার্কিং টোল ইজারা নেন রানা নামে এক ব্যাক্তি। নির্ধারিত গাড়ি থেকে টোল আদায়ের নির্দেশনা থাকলেও অথচ নির্দেশনার বাহিরেও চাঁদা আদায় করছে ইজারাদার রানার লোকজন। এ ছাড়াও রেহাই পাচ্ছেনা পার্কি করা রিশকা চালকরা।

এ দিকে নবীগঞ্জ প্রবেশদ্বার কামাল উদ্দিন মোড়, নোয়াদ্দা রোড, দরগাহ রোড (মাইচ্চা পাড়া), নবীগঞ্জ গালর্স স্কুল সড়কে সিটি টোলের নামে কাভার্ডভ্যান, ট্রাক, বাস, মেক্সি লেগুনা ও পিকআপ থামিয়ে সর্বনিম্ন ৫০ টাকা রশিদের মাধ্যমে চলছে এ ওপেন চাঁদাবাজি।

অপর দিকে নবীগঞ্জ ঘাটে রিশকা পার্কিং টোল আদায়ের নামে ৫ টাকা করে চাঁদা আদায় করছে চাঁদাবাজরা। প্রতিদিন প্রায় ৩০০/৪০০ রিশকা যাতায়াত সহ শতাধিক রিশকা পার্কিং করে রাখা হয়। এগুলোর কাছ থেকে দৈনিক চাঁদা আদায় করা হয়। আর সিটি করপোরেশনের নিষেধাজ্ঞা থাকলেও তা মানছে না চাঁদাবাজরা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পার্কিং রিশকা চালকরা জানান, আমরা পেটের দায়ে বাধ্য হয়ে রিশকা নিয়ে বের হই, যাত্রী নিয়ে ঘাটে এসে পার্কিং করলেই ৫ টাকা করে চাঁদা দিতে হয়। চাঁদা দিতে অস্বীকার করলেই ঘাটে রিশকা পার্কিং করতে দেয়া হয়না। আমাদের কিছু করার নেই টাকা দিয়েই পার্কিং করতে হয়।

রিশকা পার্কিং থেকে চাঁদা আদায়ের বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবীগঞ্জ টোল ইজারাদার রানা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ৫ টাকা করে নেয় ঘাটের লাইনম্যানের জন্য, তারা ঘাটে রাস্তা পরিস্কার করে রাখে মনে হয় ৫ টাকা করে নেয়।

এ বিষয় বন্দর পুলিশ ফাঁড়ির ইন্সেপেক্টর ইনচার্জ রেজাউল করিমের সরকারি ব্যবহিৃত ফোন নম্বরে কল করা হলেও তিনি ফোনকল রিসিভ করেনি।

জানতে চেয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক এর সরকারি ব্যবহিৃত ফোন নম্বরে কল করা হলেও তিনি ফোনকল রিসিভ করেনি। যার জন্য কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

আরও সংবাদ

আজকের দিন-তারিখ

  • রবিবার (ভোর ৫:৫৪)
  • ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
©২০২৩ সর্বসত্ত্ব সংরক্ষিত নারায়ণগঞ্জ আপডেট
Developed BY RIAZUL