স্টাফ রিপোটার ঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ডিজিটাল বার ভবনের নিচতলায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ই আগষ্ট বৃহস্পতিবার বাদ জোহর নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট হাসান ফেরদৌস জুয়েল এর সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিলের সঞ্চালনার দায়িত্বে ছিলেন, ডাইনামিক লিডার, তরুন আইনজীবীদের আইডল, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়া।
“জাতির পিতা ছিলেন মহৎ, উদার, অমায়িক, মানবীয় গুণসম্পন্ন একজন মহান ব্যক্তিত্ব। অনুষ্ঠানে সকল আইনজীবীগন এভাবেই গভীর শ্রদ্ধাভরে স্মৃতিচারণ করেন জাতির পিতাকে।
এ সময় মিলাদ ও দোয়া মাহফিলে অনেক বিজ্ঞ আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।