নিজস্ব প্রতিনিধি: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ আগষ্ট) সকালে ফতুল্লার কাশিপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বাংলাবাজার ডাইং সংলগ্ন এলাকায় মিলাদ মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিল শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে জুয়েল প্রধান বলেন, বিএনপি জামায়াত মানুষকে আগুনে পুড়িয়ে মেরেছে। আগষ্টের শেষে ও সেপ্টেম্বর থেকে নভেম্বর এমন কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করা হবে যেন বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভবিষ্যত। ছোট ছোট বাচ্চাদের স্বপ্ন শেখ হাসিনা। তিনি শুধু স্বপ্ন দেখেন না, বাস্তবায়ন করেন। দেশের ওপর আবার শত্রুদের নজর পড়েছে। আমি আপনাদের কাছে আহ্বান জানাবো৷ দেশকে বাঁচানোর জন্য। স্লোগান বীর বাঙালি ঐক্য গড়ো বাংলাদেশ রক্ষা করো। আমাদের দোষ ত্রুটি আছে। কেউ রাজনীতি করে টাকার জন্য কেউ করে মানুষের সেবা করার জন্য। সকল কিছুকে সেবা করা আল্লাহ পছন্দ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, আহাম্মদ আলী, মো: মমিন, মো: রাজু, মহিউদ্দিন, আমির হোসেন, মো:বাদল সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।