নিজস্ব প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক কমিটির সদস্য কে. এস. এম আব্দুল কাদিরের আয়োজনে দোয়া ও নেওয়াজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে ফতুল্লা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের এস কে মডেল স্কুল মাঠ সংলগ্ন এ মিলাদ নেওয়াজ বিতরণের আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক আব্দুল কাদিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিছির আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন।