সার্বজনীন পেনশন ব্যবস্থার বাস্তবায়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণের ক্ষমতায়ন’ স্লোগানকে সামনে রেখে পেনশন স্কীম ২০২৩ সংসদে পাশ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে সমাবেশ করেছে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
মঙ্গলবার (২৩ আগস্ট) বিকালে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী ভিপি জামিল হোসেন রনির সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মো: আল আমিন, মো: জুয়েল খাঁন, মো: আরমান খালেদ, এস.এম সুমন, সদর উপজেলা সভাপতি প্রার্থী শফিউল বাসার বাবু, সাধারন সম্পাদক প্রার্থী রানা আহমেদ রবি মেম্বার, বন্দর কলাগাছিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: বিল্লাল হোসেন, মো: রতন সিকদার, মাহমুদুল হাসান, আরাফাত, বাস্তব সাহা, শান্ত প্রমূখ।