প্রেস বিজ্ঞপ্তি: নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, দৈনিক যুগান্তর পত্রিকা ও ডিবিসি টেলিভিশন চ্যানেলের স্টাফ রিপোর্টার রাজু আহম্মেদের মা মায়া বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় সাংবাদিক সংস্থা নারায়ণগঞ্জ জেলা শাখা। রোববার (০৩ সেপ্টেম্বর) সংগঠনের সকল সদস্যের পক্ষে সভাপতি শেখ মনির হোসেন, সাধারন সম্পাদক মিলন বিশ্বাস হৃদয় ও সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান এ শোক প্রকাশ করেন। শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত করেন এবং শোক সন্তপ্ত পরিবারের গভীর প্রতি সমবেদনা প্রকাশ করেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ফতুল্লার সস্তাপুরের নিজ বাসভবনে সাংবাদিক রাজু আহম্মেদের মা মায়া বেগম শেষ নি:শ্বস ত্যাগ করেন।