নারায়ণগঞ্জে ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে দেওভোগ নগাবাড়ী থেকে সাধু নাগ মহাশয় আশ্রমের শতাধিক ভক্তবৃন্দের যোগদান।
বুধবার সকাল ১০ টায় নারায়ণগঞ্জ শহরের ২নং এলাকায় সাধু নাগ মহাশয় আশ্রমের সাধারণ সম্পাদক তারাপাদ আচার্যের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালিতে যোগদান করা হয়।
এসময় বর্ণাঢ্য র্যালিতে উপস্থিত ছিলেন,রামকৃষ্ণ মিশন নারায়ণগঞ্জের অধ্যক্ষ স্বামী একনাথানন্দজী মহারাজ, সাধু নাগ মহাশয় আশ্রমের সাধারণ সম্পাদক শ্রী তারাপদ আচার্য, গৌবিন্দ ঘোষ, টুকন চন্দ্র পাল, সুমা দেবী, বিষ্ণু সাহা, শ্যামল প্রমূখ।