বন্দর উপজেলায় হবিনুর (৭২) নামে এক ব্যাক্তির জানাজা আদায়ের শেষে শীর্ষ মাদক সম্রাট ব্লাক জনির নেতৃত্বে হামলার ঘটনা ঘটেছে। হামলার ঘটনার খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী পাল্টা প্রতিরোধ করে ধাওয়া দিলে পালিয়ে যায় ব্লাক জনি সহ তার সন্ত্রাসী বাহিনী।
সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে কলাগাছিয়া ইউনিয়নের শুভকরদী কেন্দ্রীয় জামে মসজিদে সামনে এ ঘটনা ঘটে। এতে ব্লাক জনি আহত হয়েছেন।
জানাজা আদায়ের শেষে হামলার ঘটনা নিশ্চিত করেছে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই আরিফ হাওলাদার।
স্থানীয়রা জানান, চরধলেশ^রী এলাকার মৃত মিন্নত আলীর ছেলে হবিনুর মারা গেছেন। তার জানাজা দুপুরে শুভকরদী কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মসজিদ থেকে বের হওয়ার পরই ব্লাক জনির নেতৃত্বে প্রায় ৪০/৫০ জন সন্ত্রাসী বাহিনী লাঠিসোটা ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। পরে খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী সহ মহিলারা পাল্টা প্রতিরোধ করে ধাওয়া দিলে পালিয়ে যাওয়ার সময় মহিলারা ক্ষিপ্ত হয়ে বটির দিয়ে ব্লাক জনিকে কোপ মারে।
মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই আরিফ হাওলাদার জানান, শুভকরদী কেন্দ্রীয় জামে মসজিদে একটি জানাজা আদায় করা হয়। জানাজা শেষে তাদের উপর হামলা চালানো হয়। এসময় ব্লাক জনি আহত হয়েছে, তিনি একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে পূর্ব শত্রুতার জেরে এ হামলা চালানো হয়েছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই ওখান থেকে তারা চলে যান।