মাত্র ৫০ রানেই খেল খতম! ভারতের বোলিং-এর দাপটে তাসের ঘরের মতো ভেঙে পড়ল শ্রীলঙ্কার ব্যাটিং লাইন-আপ। ভারতের বোলিং ঝড়ের সামনে দাঁড়াতেই পারলনা দাসুন শানাকারা। মাত্র ৫০ রানেই সবাই অলআউট। রবিবার এক নজিরবিহীন ঘটনার সাক্ষী রইল ক্রিকেট দুনিয়া। ১২ রানেই শ্রীলঙ্কার ৫ উইকেট পড়ে যায়। এক ওভারে ৪টি উইকেট নেন ভারতের মহম্মদ সিরাজ। মাত্র ১৫.২ ওভার খেলে অলআউট শ্রীলঙ্কা টার্গেট দেয় ৫০ রানের। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৭ ওভারেই রান তুলে নেয় ভারত। ১০ উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জিতে নিল ভারত। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। বৃষ্টির জন্য খেলা শুরু হতে বিলম্ব হয় ৪০ মিনিট। পাথুম নিশঙ্কাকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন কুশল পেরেরা। প্রথম ওভারেই ভারতকে সাফল্য এনে দেন জসপ্রীত বুমরাহ। ওভারের তিন নম্বর বলে জসপ্রীতের বলে আউট হন কুশল পেরেরা। এরপর থেকেই ধ্বস নামতে শুরু করে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন-আপে। ৩.১ ওভারে মহম্মদ সিরাজ তুলে নেন শ্রীলঙ্কার চারটি উইকেট। সিরাজের বলে পরপর আউট হন পাথুম নিশঙ্কা, সাদিরা সমরাবিক্রমে, চরিথ আসালঙ্কা এবং ধনঞ্জয়া ডি’সিলভা। অবিশ্বাস্য বোলিং করেন মহম্মদ সিরাজ। ফিরতি ওভারে বল করতে এসেই মহম্মদ সিরাজ প্যাভিলিয়নে ফিরিয়ে দেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকাকে। সিরাজ এদিন ষষ্ঠ উইকেটটি তুলে নেন কুশল মেন্ডিজের। ১২.৩ ওভারে হার্দিক পান্ডিয়ার বলে আউট হন দুনিথ ওয়েলালাগে। শ্রীলঙ্কা দলগত ৪০ রানে ৮ উইকেট হারায়।পরপর ২ বলে ২টি উইকেট নেন হার্দিক পান্ডিয়ার। ১৫.২ ওভারে হার্দিকের বলে ইশান কিষানের হাতে ধরা পড়েন মাথিসা পথিরানা। শ্রীলঙ্কা দলগত ৫০ রানে অল-আউট হয়ে যায়। সুতরাং, জয়ের জন্য ভারতের দরকার মাত্র ৫১ রান। দুশান হেমন্ত ১টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন। এদিন শ্রীলঙ্কার ৫ ব্যাটার আউট হয়েছেন শূন্য রানে। দলের হয়ে সর্বোচ্চ রান করেন কুশল মেন্ডিজ। তাঁর সংগ্রহ ৩৪ বলে ১৭। সিরাজ ৬ ওভারে ১৩ রান খরচ করে ৬টি উইকেট নিয়েছেন। এটি তাঁর ওয়ান ডে কেরিয়ারের সেরা বোলিং পারফর্ম্যান্স। হার্দিক ২.২ ওভারে ৩ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন।