সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আক্কাস সিকদার (৪৫) নামে এক তরকারি বিক্রেতা নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি পাইনাদি রেকমত আলী উচ্চবিদ্যালয় এর দক্ষিণ পাশের রাস্তায় এ ঘটনা ঘটে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) হুমায়ূন কবির জানান, নিহত আক্কাস সিকদার বরগুনা জেলার আমতলী থানার চুনাখালি হাট-বাজার এলাকার নুর মোহাম্মদ সিকদারের ছেলে। তিনি মিজমিজি বাতান পাড়া তালতলা ক্লাব এলাকায় মোতালেব মিয়ার ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন। বিভিন্ন কাচামালের আড়ৎ থেকে পণ্য কিনে ভ্যানে করে পাড়া মহল্লায় বিক্রি করতেন। প্রতিদিনের ন্যায় ভোর ৫টার দিকে কাচামাল (তরকারি) কেনার জন্য যাত্রাবাড়ি আড়তের উদ্দেশ্যে রওনা দেন আক্কাস সিকদার। যাওয়ার পথে পাইনাদি রেকমত আলী উচ্চবিদ্যালয় এর দক্ষিণ পাশে রাস্তায় কয়েকজন ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। এ সময় ছিনতাকারীরা তাকে ছুরিকাঘাত করে সাথে থাকা টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায়। পরে তাকে আহতাবস্থায় উদ্ধার করে নগরীর খানপুরে ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা এর সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।