নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন মারা গেছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এতে গভীর শোক প্রকাশ করেছেন গোগনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ ইসলামি হার্ট সেন্টারে নিয়ে গেলে সেখান থেকে স্থানিয় একটি হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
তার বিদ্রেহী আত্মার মাগফেরাত কামনা করে গোগনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, দীর্ঘ দিন তিনি সফলতার সাথে ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। অত্যান্ত ভালো ও সুদক্ষ্য মানুষ ছিলেন তিনি, তার মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
প্রসঙ্গ, দীর্ঘ ৩০ বছর পর ২০২১ সালের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে ভারমুক্ত হয়ে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খন্দকার লুৎফর রহমান স্বপন। নৌকা প্রতিকে নির্বাচন করে ২৮ হাজার ৬৭৫ ভোটে জয়ী হন তিনি।