গণমাধ্যম রিপোর্ট-কাশিপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড পশ্চিম ভোলাইল শান্তিনগর। এখানে ৩০০০০ লোকের বসবাস। এই শান্তিনগরের মানুষের অশান্তির অন্যতম কারণ শান্তিনগর সড়ক। এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ কর্মস্থলে যাতায়াত করে চরম ভোগান্তির মধ্যে দিয়ে। সড়কের বেহাল অবস্থা চোখে পড়ছে না এলাকার জনপ্রতিনিধি জনাব খোকার ।এলাকাবাসীর দাবি যত দ্রুত সম্ভব সড়কটি পাকা করা হোক। এ ব্যাপারে এলাকার মেম্বার জনাব খোকা এবং চেয়ারম্যান জনাব সাইফুল্লাহ বাদলের সুদৃষ্টি কামনা করছে শান্তিনগরের শান্তি কামি জনসাধারণ।