গনমাধ্যম রিপোর্ট- মোঃ সোহান আলী খান এর নেতৃত্বে একদল শ্রমজীবী তরুণ সমাজ সেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে কাশিপুর ইউনিয়নে। নানা রকম মানবসেবা ও সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ করে থাকে নিয়মিত। নিবেদিত তরুণরা ছুটির দিনগুলোতে এলাকায় পরিচ্ছন্নতা কাজে অংশগ্রহণ করে। মানুষ গ্রুপ এর স্লোগান “সহযোগিতা গ্রুপের নির্দৈশনা” পথচলা শুরু হয় ২০২০ সালে।