বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ অক্টোবর) বিকাল ৩ টায় শহরের চাষাড়ার মিশনপাড়ায় কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান তার সভাপতির বক্তব্যে বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী কিন্তু এই সরকারের জুলুম নির্যাতনের শিকার হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড জানিয়েছে বেগম খালেদা জিয়া এতটাই অসুস্থ্য হয়ে পরেছেন যে এদেশে তার চিকিৎসা সম্ভব নয়। তাকে উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে দেশের বাইরে পাঠানো দরকার। কিন্তু এই স্বৈরাচারী হাসিনা সরকার বেগম খালেদা জিয়াকে বিদেশে যেতে দিচ্ছে না। আমরা অবিলম্বে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানাচ্ছি।
তিনি আরো বলেন, অবৈধ সরকার মিথ্যা ও সাজানো মামলায় আদালতের কাঁধে বন্দুক রেখে বেগম খালেদা জিয়াকে সাজা দিয়েছে। দেশের মানুষ এই মিথ্যা মামলা ও সাজানো রায় মানে না। বেগম খালেদা জিয়া ৯০ এর গন অভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলে আপোষহীন নেত্রী উপাধী পেয়েছিলেন। এই সরকার ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে জনগনের ভোটাধিকার হরণ কওে গণতন্ত্রকে হত্যা করেছে। তারা আবারো একটি পাতানো নির্বাচনের পাঁয়তারা করছে। কিন্তু দেশের মানুষ আর এই প্রহসনের নির্বাচন মেনে নিবে না। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না হলে এই সরকারের অধীনে কোনো নির্বাচন দেশের মানুষ মেনে নিবে না। আজ পশ্চিমাবিশ্ব শেখ হাসিনার বিরুদ্ধে জনগনের পক্ষে । কোথাও তারা ভিসা পাচ্ছে না সবাই নিষেধ করে দিচ্ছে। তারা এখন ভারতের কাছে আবেদন করেছে যাতে ভিসা ছাড়াই আশ্রয় নিতে পারে। তাই সরকার পতনের এক দফা আন্দোলন ছাড়া দেশের মানুষের মুক্তির আর কোনো বিকল্প নাই। সেই এক দফার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহন করার আহবান জানাচ্ছি।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, ফতেহ রেজা রিপন, আহ্বায়ক কমিটির সদস্য ডা. মজিবুর রহমান, হাবিবুর রহমান দুলাল, মাসুদ রানা, এড. এইচএম আনোয়ার প্রধান, বরকত উল্লাহ, মাকিদ মোস্তাকিম শিপলু, কামরুল হাসান চুন্নু সাউদ, ফারুক হোসেন সহ ওলামাদল, বিভিন্ন উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।