নিজস্ব প্রতিনিধি: জাতীয় শ্রমিকলীগ নারায়ণগঞ্জ জেলা শাখার নির্বাহী সদস্য শাহাবুদ্দিন পাঠান বলেন, আগামীকাল ১২ই অক্টোবর আমাদের শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। আমরা এ দিনটিকে নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে স্মরণ করে রাখতে চাই। তাই আমি সকল শ্রমিক-কর্মচারি ভাই-বোনদের সার্বিক সহযোগীতা কামনা করছি। বুধবার (১১ অক্টোবর) সকালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, আমরা শ্রমিক লীগ সবসময় জনগণের পাশে আছি, থাকবো। তবে শ্রমিকলীগের নাম ব্যবহার করে কেউ যদি কোন অপকর্ম করে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। আপনারা জানেন, একটি মহল যারা নিজেদেরকে শ্রমিক লীগ বলে দাবি করে, তারা আসলে শ্রমিক লীগের কেউ না। তাদের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা শ্রমিক বান্ধব দলটির বিরুদ্ধে অপপ্রচার করবেন না।
এছাড়াও তিনি আগামীকালের প্রতিষ্ঠা বাষির্কী সব চেয়ে বড় পরিসরে হবে বলেও জানান।