নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সাবেক আহ্বায়ক আব্দুল কাদির বলেছেন, নারায়ণগঞ্জের ব্যাপক আকারে জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে। এদিন বর্ণাঢ্য র্যালি সহ থাকবে আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের থাকার কথা রয়েছে।
গতকাল বুধবার (১১ অক্টোবর) সকালে জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রমিজীবী মানুষের পক্ষে কথা বলার জন্য ১৯৬৯ সালের ১২ই অক্টোবর তিনি নিজহাতে জাতীয় শ্রমিক গঠন করে। সেই থেকে শ্রমিকলীগ প্রত্যেকটি শ্রমিকের আন্দোলন সংগ্রামে পাশে থাকে। ১২ই অক্টোবর শ্রমিকলীগের ৫৪তম প্রতিষ্ঠাবাষির্কী। কেন্দ্রীয় শ্রমিক লীগের আমাদের শ্রদ্ধেয় প্রেসিডেন্ট নূর কুতুব আলম মান্নান ভাই ও বিপ্লবী সাধারণ সম্পাদক কেএম আযম খসরু ভাই প্রতিটি জেলার নেতৃবৃন্দকে বর্ণাঢ্যভাবে প্রতিষ্ঠাবাষির্কী পালন করার নির্দেশ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আমরা জেলা শ্রমিকলীগের পক্ষ থেকে নারায়ণগঞ্জের ইতিহাসের সর্ববৃহৎ বর্ণাঢ্য র্যালি করবো, ইনশাআল্লাহ্। এ র্যালিতে প্রত্যেকটা বেসিক ইউনিয়ন, সিবিএ, ননসিবিএ, ট্রাফফেডারেশন, উপজেলা শ্রমিকলীগ ও ইউনিয়ন শ্রমিকলীগের নেতৃবৃন্দরা তাদের স্ব স্ব এলাকা থেকে ব্যান্ড ও ডিজে পার্টিসহ যার যেমন সমর্থ আছে, তা নিয়ে চাষাঢ়া চত্বরে মিছিল নিয়ে আসবেন। আমরা চাষাঢ়া চত্বর থেকে বেলা ৩টায় জেলা শ্রমিকলীগের ব্যানারে বর্ণাঢ্য র্যালি নিয়ে বের হবো।
আমরা আশা করছি, নারায়ণগঞ্জের মানুষের আশা-আকাঙ্খার প্রতীক একেএম শামীম ওসমান আমাদের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যালিটি উদ্বোধন করবে। র্যালিটি শহর প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমীতে এসে শেষ হবে। এবং শিল্পকলা একাডেমীতে আমাদের আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠান হবে।
তিনি অনুষ্ঠান সফল করতে নারায়ণগঞ্জের সকল শ্রমজীবী মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আরও বলেন, আমি নারায়ণগঞ্জের সকল শ্রমজীবী মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা সকলে আমাদের র্যালি ও অনুষ্ঠানে উপস্থিত থেকে শ্রমিকলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে সফল করতে তুলবেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করে যাচ্ছেন। তার এ উন্নয়ন সকলের কাছে আমাদের শ্রমিকলীগের নেতাকর্মীরা তুলে ধরছে। বৃহস্পতিবার র্যালির মধ্যদিয়ে নির্বাচন পর্যন্ত নারায়ণগঞ্জ শ্রমিকলীগ মাঠে থাকবে। নারায়ণগঞ্জে-৫টি আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবে, তার পক্ষেই কাজ করবে জেলা শ্রমিকলীগ। নির্বাচনের আগ পর্যন্ত মাঠে আছি, মাঠে থাকবো। জননেত্রী শেখ হাসিনাকে বিজয় উপহার দিয়েই আমরা ঘরে ফিরবো, ইনশাআল্লাহ্।