গনমাধ্যম রিপোর্ট – কলাগাছিয়া ইউনিয়নের কুখ্যাত মাদকসম্রাট ব্লাক জনি তার সাংগোপাঙ্গ সহ গড়ে তুলেছে কলাগাছিয়া ইউনিয়নের মোহনপুর জান্নাতুল বাকী কবরস্থানের ভিতর এক বিশাল মাদক ব্যবসার নেটওয়ার্ক । এলাকাবাসী জানায় কুখ্যাত মাদকসম্রাট জনি নারায়ণগঞ্জ সেভেন মার্ডারের হোতা নূর হোসেনের বিশেষ সহযোগী। সে বেশ কয়েক বছর যাবত কলাগাছিয়া ইউনিয়নের সোনারগাঁ এলাকায় ইয়াবা, ফেনসিডিল, গাঁজা, হিরোইন এর ব্যবসা করে আসছে। এছাড়া বালু বল্কহেড থেকে বিপুল পরিমাণে চাঁদাবাজির সম্পৃক্ততা পাওয়া গেছে। তার ভয়ে এলাকার মানুষ মুখ খুলতে সাহস পায় না। উক্ত মাদকসম্রাটের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় মাদকের মামলা রয়েছে এবং সে ওয়ারেন্টভুক্ত আসামি তার এই কুকর্মের পরিস্থিতির কারণে এলাকার যুব সমাজ ধ্বংসের পথে। কুখ্যাত মাদকসম্রাট জনির গ্রেপ্তার সহ আইন শৃঙ্খলা বাহিনীর নিকট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানাচ্ছে।