ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় জামাত বিএনপির ডাকা তিনদিন ব্যাপি অবরোধের তৃতীয় দিনে অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ করেছে শান্তিধারা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠন।
বৃহস্পতিবার (২রা নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে নারায়ণগঞ্জের সাইনবোর্ডে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয় এরপর অবরোধ বিরোধী একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল।
এসময় প্রধান অতিথি বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল বলেন, যেকোন সময় তফসিল ঘোষণা। তাই বিএনপি জামায়াতের নৈরাজ্য প্রতিরোধে মাঠে থাকতে হবে। শেখ হাসিনা বলেছেন, কাউকে ছাড় দেয়া হবেনা। নির্বাচন নিয়ে কেউ কোন অরাজকতা যেন সৃষ্টি করতে না পারে সেজন্য দিনরাত খেয়াল রাখতে হবে।
এসময় হাজী আব্দুর রাজ্জাক বেপারীর নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন, আব্দুর রাজ্জাক ফকির, সুরুজ বেপারী, শাহাবুদ্দিন বেপারী প্রমূখ।