দেশের চলমান রাজনৈতিক পরিস্হিতিতে যখন একের পর এক গায়েবি, মিথ্যা মামলায় নেত-কর্মীর গ্রেফতার হয়ে জেল-হাজতে দিন কাটাচ্ছে ,কেউ বা পলাতক, ঠিক এমন পরিস্থিতিতে বিভিন্ন ভাবে অসহায়দের নেতাকর্মী বা তাদের পরিবারকে সাহায্য করে যাচ্ছেন বিএনপির ভারপাপ্ত চেয়াম্যান তারেক রহমান।
তারই ধারাাহিকতায় গত ০৯ অক্টোবর গ্রেফতারকৃত বন্দর থানার ২১নং ওয়ার্ডের নেতা শহীদ জামালের স্ত্রী আকলিমা আক্তার – যিনি দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত তার চিকিৎসার ব্যয়ভার বহন করছেন তারেক রহমান।
গ্রেফতারকৃত নেতার স্ত্রী আকলিমা জানান, তার স্বামী গ্রেফতার হওয়ার পর থেকে তার ক্যান্সারের চিকিৎসা করা সম্ভব হচ্ছিলনা । বিষয়টি গ্রেপ্তারকৃত নেতার নিযুক্ত আইনজীবি অ্যাডভোকেট সামছুন নূর বাঁধন বি এন পি এর ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমানের দৃটিগোচরে আনেন।
অতপর জনাব তারেক রহমান দলটির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলামকে নির্দেশ দেন গ্রেফতারকৃত নেতার স্ত্রী আকলিমার সাথে যোগাযোগ করে তার সমস্ত চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহন করার জন্য।
তৎপ্রেক্ষিতে আকলিমা আক্তারকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসকের পর্রামশে কেমো থ্যারাপীসহ প্রয়োজনীয় সকল চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য, গ্রেফতারকৃত নেতা শহীদ জামালের নিযুক্ত আইনজাবী সামছুন নূর বাঁধন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ প্রচার সম্পাদক, এবং তিনি বিএনপির প্রথম কেন্দ্রীয় নিবার্হী কমিটির প্রতিষ্ঠাতা সদস্য সাবেক এমপি মরহুম হাজী জালাল উদ্দিন আহমেদ এর দৌহিত্র ও নারায়ণগঞ্জ – ৫ আসনের সাবেক এম.পি এড. আবুল কালাম সাহেবের কন্যা ।
শহীদ জামালের আইনজীবী সামছুন নূর বাধঁন জানান, গ্রেফতারকৃত নেতা শহীদ জামাল তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। গণতন্ত্রের দাবিতে চলমান এ আন্দোলনে তিনি গ্রেফতার হলে তার পরিবার এক দূঅবস্থার মধ্যে পড়েন এবং তার স্ত্রীর ক্যান্সারের চিকিৎসা বন্ধ হয়ে যায়।
এমন অবস্থায়, পরিবারের এই অসহায়ত্বের বিষয়টি দেশনায়ক তারেক রহমাননের দৃষ্টিগোচরে আনলে তিনি আকলিমা আক্তারের সকল চিকিৎসার প্রয়জনীয় ব্যবস্থা গ্রহন করে শহীদ জামালের পরিবারের সার্বিক খোঁজ খবর রাখছেন।