আগারগাঁও থেকে মতিঝিল মেট্রোরেলের ২য় অংশের উদ্বোধন ও মহাসমাবেশে অংশ নিতে নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের নির্দেশে কয়েক শতাধিক নেতাকর্মীদের নিয়ে মতিঝিলের মহাসমাবেশে অংশ নেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন।
শনিবার (৪ঠা নভেম্বর) মতিঝিলের শাপলা চত্ত্বর এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় সমাবেশে অংশ নিতে নারায়ণগঞ্জ থেকে কয়েক শতাধিক নেতাকর্মীদের নিয়ে রেলযোগে কমলাপুর এলাকায় পৌছায়। এরপর বিশাল শোডাউনের মাধ্যমে আগারগাঁও থেকে মতিঝিল মেট্রোরেলের ২য় অংশের উদ্বোধন ও মহাসমাবেশে অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন, নাসিক ১০নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক নূর আলী, আঃ কাদির, মনোয়ার হোসেন মেহেদী সহ আওয়ামীলীগ ও অংঙ্গসংগঠসের নেতৃবৃন্দ।