বিনপির ডাকা অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ বিরোধী বিশাল শোডাউন করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের পুত্র যুবনেতা আজমেরী ওসমান।
রবিবার (৫ নভেম্বর) সকাল ১০টায় যুবনেতা আজমেরী ওসমানের বাসভবনের সামনে থেকে গাড়ি বহর বের হয় এর পর চাষাড়া,নিতাইগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা, পাগলা ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় থেকে সাইনবোর্ড প্রায় ৩ শতাধিক মোটরসাইকেল এবং অর্ধ শতাধিক প্রাইভেটকার নিয়ে এ শোডাউন করা হয়। এর আগেও পাড়া-মহল্লায় অবস্থান কর্মসূচীসহ নগরীতে প্রতিবাদ মিছিল ও মোটরসাইকেলে অবরোধ বিরোধী কর্মসূচি পালন করেন তারা। সাড়িবদ্ধ ভাবে অর্ধশতাধিক গাড়ি বহর এবং শতাধিক মোটর সাইকেলে চড়ে কর্মী সমর্থকরা বিএনপি-জামায়াতের বিরুদ্ধে হুঁশিয়ানি উচ্চারণ করে স্লোগান দেন।
শেখ হাসিনা সরকার, বার বার দরকার, শেখ হাসিনার ভয় নাই, আমরা আছি লাখো ভাই’, ‘ডাক দিয়েছেন আজমেরী ভাই, ঘরে থাকার সময় নাই এই স্লোগানে প্রকম্পিত হয় রাজপথ।
এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আজহার, আলী হায়দার শামীম, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ নেতা ও সাবেক ১০নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি কাজী আমীর, মোঃ আবদুল হামিদ, মোঃ নাসির, মোঃ সুমন, মোঃ মনির হোসেন, আব্দুল হামিদ, মোঃ হোসেন, ইফতি, শাকিল, দাউদ ইব্রাহিম আরাফ সহ বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।