বিএনপির-জামাতের ডাকা তৃতীয় দফার ৪৮ ঘন্টা অবরোধের বিরুদ্ধে নারায়ণগঞ্জের তরুন সমাজের অহংকার ও যুবনেতা অয়ন ওসমান এর পক্ষে বিক্ষোভ মিছিল করেছেন সরকারি তোলারাম কলেজ ছাত্র ছাত্রী ও কলেজ শাখার ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে তোলারাম কলেজের সামনে থেকে অত্র কলেজের ছাত্র ছাত্রী সংসদের সভাপতি (ভিপি) হাবিবুর রহমান রিয়াদ ও সরকারি তোলারাম কলেজ শাখার জি,এস আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। মিছিলটি তোলারাম কলেজ থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু সড়ক অতিক্রম করে বিভিন্ন স্থান ঘুড়ে আবার তোলারাম কলেজে এসে শেষ হয়।
মিছিল শেষে ভিপি রিয়াদ বলেন, নারায়ণগঞ্জে সকল ছাত্র সমাজ ঐক্যবদ্ধ আছে। আমরা নারায়ণগঞ্জের তরুন সমাজের অহংকার ও যুবনেতা অয়ন ওসমানের সার্বিক দিক নির্দেশনায় আগামী দ্বাদশ জতীয় নির্বাচনে উন্নয়নের রূপকার জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করতে সকল ছাত্র ছাত্রী নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করবে। বিগত ৬ দিনে বাংলাদেশের অর্থনীতিতে ৩.৫ মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। এটি বিএনপি কি দিবে দেশের জনগনের ক্ষতি হয়েছে জানমালের ক্ষতি হয়েছে এটি কে দিবে। তাই জনগন অগ্নিসন্ত্রাসের পক্ষে নয় ভাংচুরের পক্ষে নয়। জনগন চায় শান্তি আর উন্নয়নের পক্ষে নৌকা মার্কায় ভোট দিবে।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সম্রাট, যুগ্ম সাধারণ সম্পাদক শিমান্ত, সাংগঠনিক সম্পাদক সুফিয়ান, সরকারি তোলারাম কলেজ শাখার ছাত্রলীগ নেতা তোফা, পিন্স এমডি অয়ন, রবিন, সিয়াম, শুভ, অর্পন, মানিক, পাপন, মুন্না,রিফাত, অমি সহ ছাত্র ছাত্রীরা ও মহানগর ছাত্রলীগ এর অন্যান্য নেতৃবৃন্দ।