টাঙ্গাইলের গোপালপুরে রাইস মিলের বয়লারের হুপার ভেঙে চাপা পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার ডুবাইল এলাকার একতা রাইস মিলে এ দুর্ঘটনা ঘটে। এতে আরো চার শ্রমিক আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন কুড়িগ্রামের ওয়াবদার গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মোহাম্মদ আরিফ (২৫), একই জেলার গারুহাড়া গ্রামের আব্দুল করিম মোল্লার ছেলে নুরুল ইসলাম (৩৫) ও নুর মোহাম্মদের ছেলে নাঈমুল ইসলাম (৩২)।
আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। গোপালপুর থানার ওসি মোশারফ হোসেন বলেন , একতা মিলের বয়লারের হুপার ভেঙে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। আহত কয়েকজনকে উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। ভেতরে আরো লাশ থাকতে পারে। উদ্ধারকাজ চলছে। খবর পেয়ে পুলিশের পাশাপাশি গোপালপুর ও ঘাটাইল থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার তৎপরতা চালায়।গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিম আল রাজী বলেন, দুজনকে হাসপাতালে আনার আগেই মারা গেছেন। অন্যজন হাসপাতালে আনার সঙ্গে সঙ্গে মারা যান। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।