বিএনপির-জামাতের ডাকা তৃতীয় দফার ৪৮ ঘন্টা অবরোধের বিরুদ্ধে নারায়ণগঞ্জের তরুন সমাজের অহংকার ও যুবনেতা অয়ন ওসমান এর পক্ষে সাদা পতাকা নিয়ে অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল করেছে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে চাষাঢ়া চত্ত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে শেষ করে।
যুবলীগ নেতা আহমেদ কাউসার বলেন, নারায়ণগঞ্জের যুব সমাজের অহংকার ও তারুণ্যের আইকন, বঞ্চিত মানুষের আশ্রয়স্থল অয়ন ওসমানের নেতৃত্বে নারায়ণগঞ্জ প্রতিটি পাড়া মহল্লায় রাজাকারের দোসর বিএনপি-জামাত জোটকে প্রতিরোধ করার জন্য ঐক্যবদ্ধ যুব সমাজ আজ প্রস্তুত। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, নারায়ণগঞ্জে নাশকতার মাধ্যমে কোন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড করতে দেওয়া হবে না। মানবতার মানসকন্যা, মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে অয়ন ওসমানের নেতৃত্বে আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত। বিগত ৬ দিনে বাংলাদেশের অর্থনীতিতে ৩.৫ মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। এটি বিএনপি কি দিবে, দেশের জনগনের ক্ষতি হয়েছে জানমালের ক্ষতি হয়েছে এটি কে দিবে। তাই জনগন অগ্নিসন্ত্রাসের পক্ষে নয় ভাংচুরের পক্ষে নয়। জনগন চায় শান্তি আর উন্নয়নের পক্ষে, তাই নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় শেখ হাসিনাকে নির্বাচিত করবে। এবং তিনিই আবার এদেশের প্রধানমন্ত্রী হবেন।
এসময় উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা আহমেদ কাউসার, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শুভ রায়, মহানগর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সম্রাট, যুগ্ম সাধারণ সম্পাদক শিমান্ত, সাংগঠনিক সম্পাদক সুফিয়ান, ফরহাদ , রাসেল, সুরুজ, সুজিত, শান্ত, সিমান্ত, সোহাদ, শুভ্র, রবিন সহ প্রমুখ।