চতুর্থ দফায় বিএনপিসহ বিরোধীদের ডাকা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের প্রথম দিনে আজমেরী ওসমানের দিকনির্দেশনায় নগরীতে ও মহসড়কে অবরোধ বিরোধী মটর শোভাযাত্রা করেছেন নেতাকর্মীরা।
রবিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় নগরীর আল্লামা ইকবাল রোড থেকে অবরোধ বিরোধী মটর শোভাযাত্রা বের হয়।
এসময় নেতৃবৃন্দ বলেন, সরকার পতনের এক দফা দাবিতে এর আগে তিন দফা সড়ক, রেল ও নৌপথ অবরোধ করেছে বিরোধী দল। বিএনপি-জামায়ত জোটের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে জনজীবন স্বাভাবিক রাখা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষা করতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজমেরী ওসমানের নেতৃত্বে আমরা সবসময় রাজপথে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো।