নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোঃ শহীদ বাদল বলেছেন, ১৪ বছর শেখ হাসিনা ব্যপক উন্নয়ন করেছে তার জন্য দোয়া করবেন।নির্বাচনের টাইমে অনেকে আসবে নির্বাচনের আগে বাসে সিএনজিতে, যানবাহনে আগুন দেয় এটা কেমন কাজ।আগুনে পুইড়া যারা মারা যায় তাদের দেখতে বিএনপির কেউ যায়না শেখ হাসিনা যায়।বিএনপির ভাইয়েরা নির্বাচনে আসেন আগুন সন্ত্রাস বন্ধ করেন।যারা ফিলিস্তিনে বোমা মেরে মানুষ মারে ও দেশে আগুন দিয়ে মানুষ মারে তার কোন পার্থক্য নাই।ঘরে ঘরে গিয়ে ক্ষমা চেয়ে নৌকার পক্ষের ভোট চাইতে হবে।মানুষ কে পেনশন স্কীমের আওতায় নিয়ে আসছে শেখ হাসিনা।
আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী নুর মোল্লা ও সাধারণ সম্পাদক সালেহ আহম্মেদ খোকনের সংবর্ধনা অনুষ্ঠান এবং শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
সোমবার (১৩ নভেম্বর) বিকাল ৪ টায় পুরান গোগনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ নেতা শহীদুল্লাহ্ পাটোয়ারীর সভাপতিত্বে সংবর্ধনা ও শান্তি সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ নাজিরউদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ আল মামুন,আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী নুর মোল্লা,সদর থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এসটি আলমগীর সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন সরকার, আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসবি শাহীন সরকার,মোঃ সালাউদ্দিন রানা, আওয়ামী লীগ নেতা হাজ্বী মোঃ শরীফ হোসেন, মোঃ জয়নাল আবেদীন, শহীদুল্লাহ্ পাটোয়ারী,সওদাগর খান,বাচ্চু মেম্বার, সদর থানা যুবলীগের সহ সভাপতি মোঃ মনির হোসেন, আশরাফউদ্দিন পাঠান প্রমুখ।
আলীরটেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম বিপ্লবের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক,বাতেন পাঠান,শুক্কুর মেম্বার, মোঃ সালাউদ্দিন, মাসুদ পারভেজ প্রমুখ।