বিএনপি’র ডাকা পঞ্চম দফায় ৪৮ ঘন্টা অবরোধের প্রথমদিনে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছে।
বুধবার ( ১৫ নভেম্বর) সকালে সাইনবোর্ড এ ঝটিকা মিছিল বের করে মহানগর ছাত্রদলের নেতা-কর্মীরা।
মিছিল থেকে সরকারকে পদত্যাগ করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও গ্ৰেফতারকৃত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তিসহ সরকারের বিরুদ্ধে নানা শ্লোগান দেয় মহানগর ছাত্রদল নেতাকর্মীরা।
এসময় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর ও সাধারণ সম্পাদক রাহিদ ইশতিয়াক শিকদার এর নির্দেশে অবরোধে করে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল।