দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা করায় নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান মহানগর যুবলীগের সভাপতি সাজনুর নেতৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় আগামী ৭ই জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সে তফসিল ঘোষনার পর পরই নগরীতে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
এদিকে তফসিল ঘোষনাকে কেন্দ্র করে জ্বালাও পোরাও সহ যে কোন ধরনের অরাজগতা ঠেকাতে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমানের নির্দেশে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন মহানগর যুবলীগ।