দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে সাংসদ একেএম শামীম ওসমান সমর্থিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আনন্দ মিছিলে বিশাল মিছিল নিয়ে যোগদান করেছে যুবলীগ নেতা মুন্না।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) শহরের চাষাঢ়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে আওয়ামী লীগের ওই মিছিলটি শুরু হয়। মিছিলের নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম।
এদিকে এ মিছিলকে কেন্দ্র করে সাংসদ শামীম ওসমানের পুত্র অয়ন ওসমানের নির্দেশে বিশাল শোডাউন করে যুবলীগ নেতা মুন্না। তার নেতৃত্বে একটি বিশাল মিছিল আওয়ামী লীগের ওই মিছিলে যোগদান করে। তার মিছিলটি শহরতলীর কেন্দ্রীয় ঈদ গাহ মাঠ সংলগ্ন এলাকা থেকে বের হয়ে বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া শহীদ মিনারে গিয়ে মূল মিছিলে যোগদান করে। এসময় মিছিলে থাকা নেতাকর্মীরা শামীম ওসমান ও নৌকার পক্ষে বিভিন্ন শ্লোগান দেন। তাদের এ শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা।
মিছিলে যুবলীগের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।