নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের তনয় ইমতিনান ওসমান অয়নের (অয়ন ওসমান) জন্মদিন পালন করেছে মহানগর ছাত্রলীগ। মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যায় শহরের চাষাঢ়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কেক কেটে এ জন্মদিন পালন করে মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সম্রাট, সাধারণ সম্পাদক রাসেল প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক সীমান্ত মল্লিক, সাংগঠনিক সম্পাদক সম্রাট সুফিয়ান, সাবেক সহ সভাপতি মোফাশ্বের খালিফ দান, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ খান, প্রচার সম্পাদক পিয়াস প্রধান, গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ফাহিম রহমান, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফাহিম, মহানগর ছাত্রলীগ নেতা আলিফ, উজ্জল, শাওন, মিলন, সিয়াম, সাব্বির প্রমূখ।