নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, যেই দেশে বিএনপি বঙ্গবন্ধু কন্যাকে মারার চেষ্টা করেছে, ১৬ জুন বম্ব ব্লাষ্টে ২০ জন ছেলে মারা গেছে এবং ইদানিংকালে প্রধানমন্ত্রীকে মারার জন্য বিদেশে অ্যাম্বুশ করা হয় ও সজিব ওয়াজেদ জয় কে মারার পরিকল্পনা করা হয়। বাংলাদেশেতো হরহামেশাই আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা হয়। সেখানে পুলিশ মরছে, সাংবাদিক মরছে, সাধারণ মানুষ মরছে। যারা এ বিধ্বংসী রাজনীতি করে তাদেরকে গণতান্ত্রিক রাজনৈতিক দল বলা যায় না। বুধবার (২৯ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের কাছে শামীম ওসমান তার মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, ছেলে ইমতিনান ওসমান অয়ন।
তিনি বলেন, নির্বাচনে যদি জয় লাভ করি তাহলে মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিবো। তবে এমন কিছু কাজ আমি করবো মানুষ যেই ধর্মের বা দলের হোক না কেনো আমার মৃত্যুর পর অন্তত হাত তুলে আমার জন্য দোয়া করে। আমি চাই পঞ্চায়েত ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলে সবাইকে মাদকের বিরুদ্ধে সোচ্চার করা।
তিনি আরও বলেন, আমার মনে হয় না নির্বাচনের পথ পরিবর্তন হবে কারন আমরা ওদের নিয়ে ভাবছি না। ভাবছি জনগণের অংশগ্রহণ নিয়ে। সব দল নির্বাচনে আসলে কিন্তু জনগণ ভোট দিতে আসলো না, নির্বাচন তখনই গ্রহনযোগ্য হয় যখন জনগণ ভোট দিতে আসে। শত ভাগ ফেয়ার নির্বাচন হবে, কেউ ঘাড় ঘুরিয়ে ভোট দিতে পারবেনা।