আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মনোনীত প্রার্থীরা। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকতা মাহমুদুল হকের কাছে তারা এ মনোনয়নপত্র জমা দেন।
এদিন মনোনয়নপত্র জমা দেন, নারায়ণগঞ্জ-১ আসন থেকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মনোনীত প্রার্থী আলহাজ্ব হযরত মাওলানা এ কে এম শহীদুল ইসলাম আবেদী, নারায়ণগঞ্জ -৪ আসন থেকে মো: হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ -৫ আসন এএসএম একরামুল হক ইসলামি ফ্রন্ট বাংলাদেশ।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, প্রফেসর মাহতাব উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) তরিকুল ইসলাম লিংকন, নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন কাউসার, রফিকুল ইসলাম কন্ট্রাক্টর, মাওলানা মোসলেহ উদ্দিন, জনাব জহিরুল ইসলাম, হাসান মোল্লা, মোঃ মারুফ, আনোয়ার হোসেন প্রমুখ।