একাধিক অনিয়ম ও জালিয়াতির দায়ে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
সোমবার (০৪ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হক এ তথ্য জানান।
মনোনয়নপত্র বাতিল হওয়া দুই প্রার্থী হলেন- রাশেদুল ইসলাম ও কাজী দেলোয়ার হোসেন। এই আসনে টানা দুইবারসহ তিনবারের সংসদ সদস্য ও নৌকার প্রার্থী প্রভাবশালী আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান।
মাহমুদুল হক জানান, রাশেদুল ইসলামের জমা দেওয়া ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে একজন প্রবাসীর নাম পাওয়া গেছে। এছাড়া দুইজন ভোটারের স্বাক্ষরে জালিয়াতির প্রমাণ পাওয়া গেছে। অন্যদিকে কাজী দেলোয়ার হোসেন ফরম সঠিকভাবে পূরণ করেননি। নির্বাচনী এলাকার ১ শতাংশ ভোটারের স্বাক্ষরও জমা দিতে পারেননি তিনি। রাশেদুল ইসলাম নারায়ণগঞ্জভিত্তিক একটি অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক।
বৈধ গণ্য হওয়া ৯ প্রার্থী হলেন- শামীম ওসমান (আওয়ামী লীগ), সৈয়দ হোসেন (সমাজতান্ত্রিক দল- জাসদ), আলী হোসেন (তৃণমূল বিএনপি), মুরাদ হোসেন জামাল (জাকের পার্টি), ছালাউদ্দিন খোকা (জাতীয় পার্টি), সেলিম আহমেদ (বাংলাদেশ সুপ্রিম পার্টি), হাবিবুর রহমান (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), শহীদ-উন নবী (ন্যাশনাল পিপলস পার্টি), গোলাম মোর্শেদ রনি (বাংলাদেশ কংগ্রেস)।