বিএনপি’র ডাকা দশম দফায় ৪৮ ঘন্টা অবরোধের প্রথমদিনে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছে।
বুধবার ( ০৬ ডিসেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জ এর চিটাগাংরোড এলাকায় ঝটিকা মিছিল বের করে মহানগর ছাত্রদলের নেতা-কর্মীরা।
মিছিল থেকে তফসিল বাতিল ও সরকারের পদত্যাগসহ এক দফা দাবি এবং গ্রেফতারকৃত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি, ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার সহ সরকারের বিরুদ্ধে নানা শ্লোগান দেয় মহানগর ছাত্রদল নেতাকর্মীরা।
এসময় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর এর নির্দেশে অবরোধ সমর্থনে মিছিল করে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল।