নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড ২০২৪-২৬’র নির্বাচনের ভোট গ্রহণ চলছে। আজ শনিবার সকাল থেকেই উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে এ নির্বাচনের ভোট গ্রহণ। চলবে বিকাল ৪ টা পর্যন্ত।
এদিকে ভোট গ্রহণকে কেন্দ্র করে থেকে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড নির্বাচনে সহ সভাপতি পদপ্রার্থী এস এম রানার পক্ষে তার সমর্থকরা ক্লাবের মূল ফটকের সামনে অবস্থান করছে। তারা এস এম রানার বিভিন্ন প্লাকার্ড হাতে ভোটরদের রানা পক্ষে ভোট দিতে অনুপ্রেরণা যোগাচ্ছেন।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্না, মহানগর জাতীয় পার্টির সহ সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন চৌধুরী বিটু, গোগনগর ইউনিয়ন পরিষদের প্যানেল-১ চেয়ারম্যান ও ৮নং ওয়ার্ড মেম্বার রুবেল আহম্মেদ, প্যানেল চেয়ারম্যান-২ ও ৭নং ওয়ার্ড মেম্বার মো: জাহাঙ্গীর আলম, ১নং ওয়ার্ড মেম্বার ইকবাল প্রধান বাপ্পী, ২নং ওয়ার্ড মেম্বার মো: আলী হোসেন, নাসিক ১৮নং ওয়ার্ড যুব সংহতির সভাপতি তানভীর আহমেদ অমি, শ্যাম বাবু, পপ্পি, সিরাজ সহ আরও অনেকে।