মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে হাজার হাজার নেতাকর্মী নিয়ে বিজয় র্যালীবের করেছে নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমান। আনন্দমুখর পরিবেশে নিজের সন্তান,মা ও স্ত্রীকে সাথে নিয়ে বিশাল শোডাউনের মাধ্যমে বিজয় র্যালী বের করে। এসময় নগরবাসী আজমেরী ওসমানকে করতালির মাধ্যমে স্বাগত জানান এবং বিজয় র্যালী সামনে এসে একাত্মতা প্রকাশ করেন। র্যালী বের হলে জনতার ঢল নামে।
শনিবার (১৬ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরে বিজয় র্যালী বের করে নগরীর বিভিন্ন সড়ক পদক্ষিণ করেন।
এদিকে কোন ধরনের প্রস্তুতি ছাড়াই বিশাল শোডাউনের মাধ্যমে বিজয় র্যালী বের হয়। বিভিন্ন এলাকা হতে খন্ড খন্ড মিছিল নিয়ে শহরের কলেজ রোডে সমবেত হয়। পরে আজমেরী ওসমানের নেতৃত্বে কলেজ রোড থেকে আনন্দ র্যালীটি বের হয়ে চাষাড়া গোল চত্বর হয়ে র্যালীটি নগরীর প্রধান সড়ক পদক্ষিণ করেন। পরে বিজয় র্যালী শেষ করে বিজয়স্তম্ভে ফুল দিয়ে ১৯৭১ সালে পাক-হানাদার বাহিনীর হাতে নিহত হওয়া শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ সৈনিক হিসেবে মহান বিজয় দিবসে উৎসবমুখর পরিবেশে ইতিহাস সৃষ্টি করার মত বিশাল শোডাউনের মাধ্যমে বিজয় র্যালী বের করেন।
আজমেরী ওসমানের নেতৃত্বে বিজয় রেলিতে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ কাজি আমির, আব্দুল হামিদ প্রধান,মির্জা পাভেল, রহমত উল্লাহ, নাসির হোসেন, হোসেন রেজা, খাইরুদ্দিন মোল্লা, শাকিল, আকতার নুর, সুমন, ফুটবলার মনির, মো: মনির হোসেন, ইফতি সহ হাজার নেতাকর্মী সহ বিভিন্ন সংগঠনের শ্রমিকবৃন্দ।