বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে রূপগঞ্জের তারাব পৌরসভার রূপসী এলাকা থেকে চিটাগাং রোডের হীরাঝিল এলাকায় হেলিকপ্টারে চড়ে স্ত্রীকে আনতে যান তিনি।
স্থানীয়রা জানান, তিন মাস আগে রূপসী এলাকার আতরুদ্দিনের ছেলে আল-আমিন শ্রাবণের সঙ্গে হীরাঝিল এলাকার মেহেরুন আক্তার হীরার বিয়ে হয়। হীরা চেয়েছিলেন তার স্বামী যেন হেলিকপ্টারে করে তাকে আনুষ্ঠানিকভাবে তুলে নিয়ে যান। তাই স্ত্রীর শখ পূরণ করতে হেলিকপ্টারে করে আনতে যান শ্রাবণ।
শখ পূরণে হেলিকপ্টারে চড়ে বউকে বাড়িতে আনলেন স্বামী
আল-আমিন শ্রাবণ বলেন, ‘আমার স্ত্রীর শখ ছিল তাকে যেন হেলিকপ্টারে করে বাড়িতে আনি। আমার বাবা-মাও চেয়েছেন আমি যেন স্ত্রীর শখ পূরণ করি। সেজন্যই হেলিকপ্টারে করে স্ত্রীকে আনতে গিয়েছিলাম।’
এ বিষয়ে মেহেরুন আক্তার হীরা বলেন, ‘আমার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল আমার বর আমাকে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসবে। আমার স্বামী শখটা পূরণ করেছে। এ কারণে আমি অনেক খুশি।’