নারায়ণগঞ্জের সদরে পর্নোগ্রাফি সংরক্ষণ, সরবরাহ ও বিক্রয় করা চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে র্যাব-১১ এর মিডিয়া অফিসার সনদ বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে সদর থানার এক নম্বর রেলগেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন নারায়ণগঞ্জের বন্দরের মৃত ওসমান গনি দেওয়ানের ছেলে রবিন দেওয়ান (৪২), সদরের মৃত আব্দুল কালামের ছেলে সোবাহান শান্ত (৪০) এবং একই থানার মৃত শুক্কুর আলীর ছেলে মাসুদ রানা (৩৮)।
শিক্ষার্থীদের কাছে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহ করতেন তারা
র্যাব জানায়, গ্রেফতাররা বিভিন্ন অশ্লীল সিনেমা ও গানের ভিডিও ক্লিপ আপলোড করার পাশাপাশি কম্পিউটারের হার্ডডিক্সে পর্নোগ্রাফি সংরক্ষণ করে। এছাড়া তারা টাকার বিনিময়ে বিভিন্ন ডিভাইসের মাধ্যমে স্থানীয় কিশোর ও স্কুলপড়ুয়া ছাত্রদের কাছে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহ করতো। গ্রেফতারের পর প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে তারা এসব কথা স্বীকার করেন।
নারায়ণগঞ্জ সদর থানায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সোপর্দ করা হয়েছে।