বন্দর প্রতিনিধি // বন্দরে ২০ পিছ ইয়াবা ট্যাবলেট ও ৩০০ গ্রাম গাঁজাসহ রনি (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় আরো দুই মাদক ব্যবসায়ী। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী রনি বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নে কল্যাণদী এলাকার মাকসুদা বেগমের বাড়ি ভাড়াটিয়া উক্ত এলাকার মৃত চুন্নু মোল্লা মিয়ার ছেলে। পলাতক মাদক ব্যবসায়ী রহিম (২৮)বন্দর শাহী মসজিদ খালপাড়া এলাকার আব্দুল খালেক মিয়ার ছেলে ও মোজাম্মেল একই এলাকার মৃত দরবেশ মেয়ের ছেলে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী রনিকে শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে। এর আগে গত বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে বন্দর রেললাইন শাহজালাল মাদ্রাসাস্থ শম্ভু কর্মকারের কামারের দোকানের সামনে থেকে উল্লেখিত মাদকদ্রব্য সহ তাকে গ্রেপ্তার করা হয়। বিভিন্ন প্রকার মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় বন্দর থানা উপরিদর্শক আহাদুজ্জামান বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী রনি ও পলাতক আসামী রহিম এবং মোজাম্মেলের নাম উল্লেখ্য করে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ১৮(১২)২৩। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী রনি ও পলাতক আসামী রহিম এবং মোজাম্মেল দীর্ঘ দিন ধরে উল্লেখিত এলাকায় ইয়াবা ও গাঁজা ব্যবসা চালিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ রনিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।