নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী একেএম সেলিম ওসমানকে ফুলেল লাঙ্গল প্রতীক দিয়ে শুভেচ্ছা জানালো গোগনগর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও শেখ রাসেল সংসদ সদর থানার সভাপতি নূর হোসেন সওদার, সদর থানা কৃষকলীগের সভাপতি কাসেম সম্রাট ও সাধারণ সম্পাদক রানা আহমেদ। সোমবার (২৫ ডিসেম্বর) বিকালের সদর থানাধীন সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সেলিম ওসমানের নির্বাচনী উঠান বৈঠকে তাকে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এর আগে একটি বিশাল মিছিল নিয়ে উঠান বৈঠকে যোগদান করেন তারা। মিছিলটি বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান সেতু চত্বর হতে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উঠান বৈঠকে যোগদান করে। মিছিলে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করে।