1. sajujournalist123@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
  2. admin@ganomaddhom.com : nvl5d :
  3. salemo1834949@gmail.com : Selim Mahmud : Selim Mahmud
কেউ যদি টাকা দিয়ে ভোট কিনতে চায় আমি প্রতিবাদ করবো : তৈমুর - নারায়ণগঞ্জ আপডেট
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
মুসলিম দেশগুলোর মধ্যে বিভাজন সৃষ্টির উদ্যোগ নিয়েছে ইসরায়েল : প্রেসিডেন্ট মাসুদ ব্যবসায়ী সোহাগ হত্যার অন্যতম আসামী নারায়ণগঞ্জ বন্দর থেকে র‍্যাব-১১ এর হাতে গ্রেফতার মব জাস্টিস সমাজে ক্যান্সারে পরিণত হয়েছে : রিজভী নিহত ২১ জন শহীদের নামে নির্মিত হলো প্রথম জুলাই স্মৃতিস্তম্ব ছাত্র-জনতা দেশকে স্বৈরাচারমুক্ত করেছেন : সৈয়দা রিজওয়ানা হাসান যারা বিএনপির বিরুদ্ধে বলে তারা গণতন্ত্রের শত্রু, তারা এই দেশের মানুষের বিরুদ্ধে কথা বলে : মির্জা ফখরুল ডেঙ্গু ঝুঁকিতে ৬৪টি জেলা নারায়ণগঞ্জে গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’র উদ্বোধন সোমবার মিত্রকে বাঁচাতে এখন বাণিজ্য-শুল্ককে অস্ত্র হিসেবে ব্যবহার করছে : ট্রাম্প বিএনপির বিরুদ্ধে মিথ্যা ক্যাম্পেইনের জবাব সাথে সাথে দিতে হবে : মির্জা ফখরুল

কেউ যদি টাকা দিয়ে ভোট কিনতে চায় আমি প্রতিবাদ করবো : তৈমুর

নারায়ণগঞ্জ আপডেট
  • Update Time : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩৬৭ Time View

তৃণমূল বিএনপির মহাসচিব ও নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, ঘরে ঘরে তৈমূর আলম খন্দকারকে জানে। তৈমূরের গণবিরোধী কোনো ভূমিকা নেই। আমি বিঘা বিঘা জমি ভরাট করিনি। এদেশের ঋণ সালিশি বোর্ডের চেয়ারম্যান ছিলেন আমার দাদা। দেশে যখন প্রথম স্কুল হয় তখন জমি দিয়েছিলেন আমার দাদা। আমাদের শিকড় অনেক গভীরে।

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।

তৈমূর আলম খন্দকার বলেন, ‘কেউ যদি টাকা দিয়ে ভোট কিনতে চায় আমি প্রতিবাদ করবো। আমি জনগণের কাছের মানুষ। জনগণের সুখে-দুঃখে থাকি। নির্বাচন কমিশনের উচিত টাকা নিয়ন্ত্রণ করা। নির্বাচন এলেই অনেকেই দরদি হয়ে যায়। আর আমি সারাবছর নির্বাচন করি, সারা বছর মাঠে থাকি।
তিনি আরও বলেন, ‘তৃণমূল বিএনপির যারা প্রার্থী তাদের অর্থ সংকট রয়েছে। আমরা যাদের মনোনয়ন দিয়েছি তারাও সাধারণ লোক। যারা জনগণের টাকায় হাজার কোটি টাকার মালিক, যাদের এক পা বাংলাদেশে আরেক পা বিদেশে, তাদের মনোনয়ন দেওয়া হয়নি। যে কারণে অনেকেই মনে করেন আমাদের মাঠে টিকে থাকাটা কষ্টকর হয়ে যাবে। তবে আমাদের মনোবল, সততা, স্বচ্ছতার কারণে আমরা টিকে যাবো। আমি চ্যালেঞ্জ করে বলছি, আমার বিরুদ্ধে যদি ১০ টাকা দুর্নীতির অভিযোগ থাকে তাহলে আমি মাফ চেয়ে দেশত্যাগ করবো। আমি বাবা-মায়ের জমি বিক্রি করে রাজনীতি করি। যখন যেখানে প্রয়োজন আমি নির্বাচন করি।’

‘নারায়ণগঞ্জের যেকোনো তিনটি আসনে নির্বাচন করার মতো যোগ্যতা রয়েছে’ বলেও মন্তব্য করেন তৃণমূল বিএনপির মহাসচিব। তিনি বলেন, আমি বিভিন্ন সংগঠন করি। আমি নিজের পায়ে হাঁটতে পারি। তৈমূর আলম খন্দকার কারো সমর্থন ছাড়া নিজের পায়ে হাঁটতে পারে। কারণ আমার জনসম্পৃক্ততা থাকতে পারে। যেখানে জনগণ বিপদগ্রস্ত হয়েছে সেখানেই হাজির হয়েছি। জনগণ আমাকে মজলুম জননেতা বলে। দলমত নির্বিশেষে জনগণের পাশে দাঁড়িয়েছি। আমিই একমাত্র ব্যক্তি ভূমিদস্যুদের বিরুদ্ধে দাঁড়িয়েছি। জনগণের পক্ষে ভূমিদস্যুদের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছি।’

আরও সংবাদ

আজকের দিন-তারিখ

  • মঙ্গলবার (দুপুর ২:৪৩)
  • ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি
  • ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)
©২০২৩ সর্বসত্ত্ব সংরক্ষিত নারায়ণগঞ্জ আপডেট
Developed BY RIAZUL