নারায়ণগঞ্জে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পার্ক লাউঞ্জ রেষ্টুরেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে শেখ রাসেল নগর পার্কে এ রেষ্টুরেন্টের উদ্বোধন করা হয়।
রেষ্টুরেন্টের উদ্বোধন উপলক্ষ্যে বিখ্যাত শিল্পীদের গান পরিবেশন ছাড়াও ছিলো নানা আয়োজন। সবশেষে কেক কেটে পার্ক লাউঞ্জ রেষ্টুরেন্টের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
রেষ্টুরেন্টের কর্নধার আব্দুল সাদিক মিনার জানান, নারায়ণগঞ্জ একটি গুরুত্বপূর্ণ জেলা। এখানে বিগত দিনগুলোর তুলনায় বর্তমানে অনেক রেষ্টুরেন্ট তৈরি হয়েছে। কিন্তু আমরা কিছুটা ব্যতিক্রম করার চেষ্টা করেছি। সেই সাথে এখানাকার খাবারের মানও অন্যান্য রেষ্টুরেন্টের তুলনায় আরো বেশী ভালো ও সুস্বাদু হবে। সকল শ্রেণীর মানুষ এখানে এসে আমাদের খাবারের স্বাদ উপভোগ করতে পারবেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি মাসুদুজ্জামান, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বল, সাবেক কাউন্সিলর ওবায়দুল্লাহ, ১৬নং ওয়ার্ডের কাউন্সিলর রিয়াদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।