আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে সংসদ সদস্য পদ প্রার্থী সেলিম ওসমানের নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ ডিসেম্বর) রাত আট টায় আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করীম বাবু।
এসময় সেলিম ওসমান বলেন, আমরা চেষ্টা করছি আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তোলার। যেখানে কে কোন দলের সেটা মূখ্য বিষয় নয়। সবাই মিলে নারায়ণগঞ্জকে একটি মডেল শহর হিসেবে গড়ে তুলবো। আমার ইউনিয়নগুলোর মধ্যে কোন সমস্যা নাই। পানির সমস্যা নেই, গ্যাসের সমস্যা নেই। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ওয়ার্ডগুলোর বিষয়ে মেয়রের সাথে আমার কথা হয়েছে। আমরা কথা দিয়েছি, প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে মাসে একবার গিয়ে হলেও দেখবো কার কি সমস্যা। আমি না, আমরা সবাই মিলে নারায়ণগঞ্জকে একটি শান্তির জায়গা হিসেবে গড়ে তুলবো। আমি একটা জিনিস বুঝি, মানুষকে ভালোবাসলে, মানুষ আমাকে ভালোবাসবে।
উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মোঃ শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, জেলা জাপার সভাপতি সানাউল্লাহ সানু, বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজীম উদ্দিন প্রধান, সাবেক পিপি এড. ওয়াজেদ আলী খোকন, হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি নাজমুল আলম সজল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানী, বিশিষ্ট ব্যবসায়ী নূরউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী শাহীন আহমেদ, নিতাইগঞ্জ আটা-ময়দা সমিতির জামান, সারোয়ার, জামাল, বিশিষ্ট সাংবাদিক শংকর সাহা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।