নারায়ণগঞ্জ আপডেটঃসেলিম ওসমানের নির্বাচনী প্রচারনার কারনেই কপাল পুড়লো ৬ বিএনপি নেতার
নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সেলিম ওসমানের নির্বাচনী প্রচার কার্যক্রমে সম্পৃক্ত থাকার অভিযোগে বিএনপির ছয় নেতাকে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ করা পাওয়ার জন্যই তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে
শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তাদেরকে প্রাথমিক সদস্যপদ সহ দলীয় সকল পদ থেকেও বহিষ্কার করা হয়েছে।
বহিস্কৃত নেতারা হলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আতাউর রহমান মুকুল, ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু, বন্দর উপজেলা বিএনপি নেতা হান্নান, ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহম্মেদ, গোলাম নবী মুরাদ ও সোনারগাঁ থানার ১৩ নম্বর ওয়ার্ড বিএনপিরসহ সভাপতি মো. নুরুজ্জামান।
এ বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আতাউর রহমান মুকুল বলেন, বহিষ্কারের চিঠি পেয়েছি। কেন্দ্র মনে করেছে বহিষ্কার করার দরকার তাই করেছে। আবার যখন দরকার মনে করবে তখন নিয়ে নিবে।
এর আগে ২৬ ডিসেম্বর নারায়ণগঞ্জের বন্দরের সমরক্ষেত্রে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী সেলিম ওসমানের নির্বাচনী সমাবেশের আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।
সমাবেশে অন্যান্য অতিথিদের সঙ্গে বন্দর থানা বিএনপির আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর হান্নান সরকার, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ ও যুগ্ম-আহ্বায়ক সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদ উপস্থিত ছিলেন। তারা আগেও সেলিম ওসমানের পক্ষে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন।