গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসের সঙ্গে টহল গাড়ির সংঘর্ষে পাঁচ বিজিবি সদস্যসহ আটজন আহত হয়েছেন। এদের মধ্যে বিজিবির টহল গাড়ির চালক মুন্না মিয়া (২০) মারা গেছেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বেলা ১১টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের রাইসমিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুন্নার বাড়ি জেলার পলাশবাড়ী উপজেলার ইউনিয়নের মাঠে হাট এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া থেকে ছেড়ে আসা জে আর পরিবহনের একটি যাত্রীবাহী বাস পলাশবাড়ীর রাইস মিল এলাকায় একটি অটোরিকশাকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা বিজিবির টহল গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বিজিবির গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় বাস ও অটোরিকশার দুই যাত্রী এবং টহল গাড়ির চালক মুন্নাসহ বিজিবির পাঁচ সদস্য গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আশঙ্কজনক অবস্থায় দুই বিজিবি সদস্য ও গাড়িচালক মুন্নাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুন্না।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে বলেন, আহতদের মধ্যে গাড়িচালক মুন্না রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন